অনির্দিষ্টকালের জন্য ক্লাসে না যাওয়ার সিদ্ধান্ত বুয়েট শিক্ষার্থীদের

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনাভাইরাসে আতঙ্কে সারাবিশ্ব। সেই করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য ক্লাসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

করোনাভাইরাস নামক প্রাণঘাতী থেকে বাচতে বুয়েটের সকল বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিয়ার) শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মিটিং করে এ সিদ্ধান্ত নেয়।প

বুয়েট শিক্ষার্থী ইমাম উদ্দিন সুবহা জানান, আমরা সবাই আলোচনা করেছি ক্লাসে যাব না, ইতিমধ্যে অনেকেই বাড়িতে চলে গেছে। তবে আমরা যার আছি তারা আজকে স্যারের সাথে কথা বলব। তবে আমরা ক্লাস করছি না।

তিনি আরও বলেন, “ বুয়েট কতৃপক্ষ এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায়, নিজেদের জীবনের কথা চিন্তা করে আমরা নিজেরাই ক্লাস না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds