ক্যাম্পাস টুডে ডেস্কঃ অনুমোদন পেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি ক্লাব (বশেমুরবিপ্রবি কৃষি ক্লাব)। বশেমুরবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ শারাফাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘বশেমুরবিপ্রবি কৃষি ক্লাব’ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনের জন্য চলতি বছরের গত ০৯ নভেম্বর আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে কৃষি ক্লাবকে অনুমোদন দেয় শিক্ষার্থী উপদেষ্টা দপ্তর।
‘বশেমুরবিপ্রবি কৃষি ক্লাব’ সূত্রে জানা যায়, কৃষিতে ভবিষ্যৎ গঠনে এই সংগঠনটি ভূমিকা রাখবে। সদস্য যুক্ত করার কাজ চলছে, আগ্রহীরা নির্দিষ্ট ফরম পূরণ করে সদস্য হতে পারবেন। শ্রীঘ্রই প্রতিষ্ঠা কমিটি ও আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে সংগঠনটি।