ওয়াশিম আকরাম, যবিপ্রবি প্রতিনিধি
যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “ব্লাড ব্যাংক যশোর” এর ব্যক্তিগত উদ্যোগে চৌগাছা উপজেলার ৭০টি কর্মহীন অসহায় পরিবারের মধ্যে কিছু দৈনিন্দন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (০৬ এপ্রিল) সকালে চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর ও কোটালীপাড়া গ্রামের ৭০টি কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে।
৫ কেজি চাল,১কেজি আলু,৫০০ গ্রাম ডাল,৫০০ গ্রাম তেল,৫০০ গ্রাম পেঁয়াজ, ১টি সাবান ও ১টি মাস্ক বিতরণ করেছে ব্লাড ব্যাংক যশোরের সদস্যরা ।
এই বিষয়ে ব্লাড ব্যাংক যশোরের সভাপতি নাহিদ হাসান (শিক্ষার্থী যবিপ্রবি , ইইই বিভাগ) বলেন, করোনা প্রতিরোধী যুদ্ধে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন আমাদের সমাজের খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো।লকডাউন হওয়ার কারণে এই মানুষগুলো তাদের কাজ হারিয়ে আজ বাসায় বসে আছেন, আর এরকম চলতে থাকলে সামনে তাদেরকে আরও বেশি দূর্ভোগে পড়তে হবে।
তাই তাদের বিপদে পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজের এই অসহায় মানুষগুলোর পাশে একত্রিত হয়ে সহায়তা হাত বাড়িয়ে দিতে। তাহলেই আমরা এই সংকটময় সময়টাকে ভালোভাবে পার করতে পারব।
এসময় সংগঠনটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।