রাবি প্রতিনিধি
করোনাকালে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন ‘এফ রহমান ও কে নেসা ফাউন্ডেশ’র সভাপতি ও (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক হীরা সোবাহান।
আজ শনিবার বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন অসহায় মানুষের মাঝে তিনি নিজ উদ্যোগে চাল-ডাল, আলু, পেঁয়াজ, তেল-সাবানসহ নানরকম খাদ্যসামগ্রী বিতরণ বিতরণ করেন।
অধ্যাপক হীরা বলেন, "দেশের এমন পরিস্থিতিতে খেটে খাওয়া অধিকাংশ মানুষেরা অসহায়। তারা অনেকে আয়-রোজগার করতে না পারায় খেতে পারছে না। এমন অবস্থায় আমি আমার সাধ্যমত আশে পাশের অসহায় মানুষদের কিছুটা সাহায্য করার চেষ্টা করছি।
পাশাপাশি তিনি অন্যান্য মানুষদেরও এই সময়ে তাদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অসহায় মানুষদের পাশে থাকার আহ্বান জানান।