আমি খুঁজি সেই কবিতাটা
যাতে আমি আমার মুক্তির গান
নিজেই লিখেছি।
আজ পুঞ্জীভূত অন্ধকার
নক্ষত্রের বুকে-
আমি খুঁজি সেই কবিতাটা
যা আমি আলোর জন্য লিখেছি
সে কি আমার শৈশব
না যৌবন-
না কি দিশাহারা সময়ের প্রলুব্ধ চেহারা!
শুধু দু’টো শব্দ
ধ্যাবড়ানো কালির মধ্যে
আজও জেগে আছে,
আলো আর ভালোবাসা।
শব্দ দু’টো পৃথিবীর ঘূর্ণনে পাক খায়।
কখনো মেলে
কখনো দূরে চলে যায়।
এখন আমার কাজ একটাই
একটা শক্ত কবিতা লিখতে চাই,
যাতে শব্দ দু’টো মিলিত হয়।