জাতীয় টুডেঃ বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিসহ নয় দফা দাবিতে আগামীকাল ২০ নভেম্বর বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছে । তারা বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘট পালন করবে ।
পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান ১৯ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর তেজগাঁওস্থ সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ।এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব তাজুল ইসলামসহ অন্যান্য মালিক শ্রমিক নেতারা।