আজ আর্জেন্টিনা-উরুগুয়ের ম্যাচ যেভাবে দেখবেন

News Editor Avatar

ক্যাটাগরি :

খেলাধুলা টুডেঃ আজ রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি উরুগুয়ে ও আর্জেন্টিনা। মেসি-সুয়ারেজদের এই দ্বৈরথটি হবে ইসরায়েলের তেল আবিবের ব্লমফিল্ড স্টেডিয়ামে। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সোমবার রাত ১টা ১৫ মিনিটে।উরুগুয়ের বিপক্ষে এ পর্যন্ত ১৮৮টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে ৮৭টি ম্যাচ জিতেছে এবং ৫৭টি ম্যাচ হেরেছে; বাকি ৪৪টি ম্যাচ ড্র করেছেন দুবারের লা আল্বিসেলেস্তারা ।

আর্জেন্টিনা-উরুগুয়ের মহারণ দেখা যাবে বেইন স্পোর্টসের অনলাইন ও ফেইসবুকে। এছাড়া মোবাইলে কিংবা স্মার্ট গুগল টিভিতে খেলা দেখতে পারবেন। খেলাটি দেখা যাবে টোটাল স্পোর্টেকের ওয়েবসাইটে। দেখা যাবে ইউটিউবেও।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds