আন্তঃকলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন শাহ্ মখ্দুম ও রোকেয়া হল

রাবি টুডেঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪২তম আন্তঃকলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ৭৩ পয়েন্ট পেয়ে শাহ্ মখদুম হল এবং মহিলা গ্রুপে ৮২ পয়েন্ট পেয়ে রোকেয়া হল চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। প্রতিযোগিতায় ৩৭ পয়েন্ট পেয়ে শহীদ জিয়াউর রহমান হল এবং ২৩ পয়েন্ট পেয়ে মন্নুজান হল রানার আপ হয়।

গত সোমবার দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে শুরু হয়। পুরুষদের মধ্যে শহীদ সোহরাওয়ার্দী হলের শাকিব হাসান ও মহিলাদের মধ্যে বেগম রোকেয়া হলের জাকিয়া সুলতানা ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় এবং উভয়েই দ্রুততম মানব ও মানবী হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া। এ্যাথলেটিকস্ ও অ্যাকুয়াটিকস্ সাবকমিটির সভাপতি ও সমাজবিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজরুল ইসলাম, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের রাবি প্রতিনিধি ওয়াসিফ রিয়াদ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *