মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি
ফিসারিজ সোসাইটি অব বাংলাদেশের (এফএসবি) আন্তর্জাতিক দ্বিবার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের ওরাল প্রেজেন্টেশনে ২য় স্থান অর্জন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার।
গত শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) দুই দিনব্যাপী ওই সম্মেলনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ ও ফিসারিজ সোসাইটি অব বাংলাদেশের (এফএসবি) যৌথ আয়োজনে এই বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশে সমুদ্রভিত্তিক অর্থনীতিতে (ব্লু ইকোনমি) মৎস্য সম্পদের অন্তরায় ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৩০০জন বৈজ্ঞানিক অংশগ্রহণ করেন।