বাংলাদেশের মানচিত্র, আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন, মানচিত্রের শিরােনাম, মানচিত্রে উত্তর দিক নির্দেশ, সূচক। ৯ম শ্রেণির মানবিক বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। তোমাদের নবম শ্রেণি ১৭তম সপ্তাহ ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এই আর্টিকেলে তোমাদের জন্য রয়েছে নবম শ্রেণি ১৭তম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট সমাধান– আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলাে ব্যবহার করে বাংলাদেশের মানচিত্র অঙ্কন।
১. বাংলাদেশের মানচিত্র
মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার (Concept of map, importance and use)
নিচের চিত্রটি বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র। কাগজের এক পৃষ্ঠায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা, বাংলাদেশের কোন দিকে কোন দেশ কোন সাদর ইত্যাদি এঁকে দেখানো হয়েছে। এছাড়া দেখানো হয়েছে বাংলাদেশের সাতটি বিভাগ, কোন বিভাগে কতটি জেলা ও এদের নাম ও সীমানা। একটি মাত্র পৃষ্ঠার মধ্যে সারা বাংলাদেশের প্রশাসনিক সীমানা তুলে ধরা হয়েছে ।
এভাবে কাগজের এক পৃষ্ঠার মধ্যেই সমগ্র পৃথিবী, বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ বা কোনো দেশের বিভিন্ন বিভাগ ও জেলা এঁকে দেখানো যায়।
২. আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন
৩. শিরোনাম
প্রত্যেকটি মানচিত্রেই একটি শিরোনাম থাকে। এটি কোনো দেশের হোক কিংবা অঞ্চলের। যেমন- বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র, বাংলাদেশের আঞ্চলিক মানচিত্র ইত্যাদি।
৪. উত্তর দিক নির্দেশ
মানচিত্রের দিক জানা দিক জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানচিত্রের মাথায় বামদিকের মাথায় একটি তীর দেওয়া থাকে । এই তীরের মাথায় উ: লিখা থাকে । উ: দিয়ে উত্তর দিক বুঝানো হয়। একটি দিক জানা থাকলে অন্য দিকগুলো সহজেই জানা যায়। যেমন- পূর্ব, পশ্চিম, দক্ষিণ। মানচিত্র তৈরির সময় দিকনির্দেশনা দিতে হবে। মানচিত্রে দিকনির্দেশনা দেওয়া জরুরি।
৫. সূচক : মানচিত্রে কোন প্রতীক দিয়ে কি বুঝানো হয়েছে সূচক তা নির্দেশ করে। প্রতিটি মানচিত্রেই প্রতীক ও এদের সূচক উল্লেখ করতে হবে।