বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:১৪ পূর্বাহ্ন

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষা সৈনিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০, ১০.১৪ পিএম
বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা ভাষা সৈনিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন
বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা ভাষা সৈনিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন (ছবি- রায়হানুল ইসলাম)

বশেমুরবিপ্রবি টুডে


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন করে ভাষা সৈনিকদের স্মরণ করেন।

বুধবার সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে মোববাতি প্রজ্জ্বলন করে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত পদযাত্রা করেন। এ সময় তাঁরা “এক দফা এক দাবি,অনুমোদন কবে দিবি” সহ বিভিন্ন শ্লোগান দেন।

ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন করছে ওই বিভাগের শিক্ষাথীরা।

ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো.অরুপ হোসেন বলেন,আমরা আন্দোলনের অংশ হিসেবে মোমবাতি প্রজ্জ্বলন করেছি। পরে ভাষা সৈনিকদের স্মরণে শহিদ মিনারে অবস্থান করেছি। সেই সাথে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন আন্দোলন চলবে।

উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সভায় অনুমোদনহীন ইতিহাস বিভাগে নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দেয়। এরপরেই বিভাগটির শিক্ষার্থীরা আন্দোলনে নামে। পরে বিশ্ববিদ্যালয়ের ৩৩ বিভাগসহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today