খেলাধুলা টুডেঃ আপনার জন্য আমার উপহার ক্রিকেটার তামিম ইকবাল এই স্লোগানে ব্রান্ড স্পেশালিস্ট নাফিসা কামাল এর তত্ত্ববধানে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।
এর মধ্যে উত্তরার বিভিন্ন স্থানে এ খাবার সহায়তা পৌঁছে দেন নাফিসা কামাল।
নাফিসা ফেসবুকে বলেন- আমি বাইরে আছি আপনার প্রয়োজনে, কল করলেই পৌঁছে যাবে খাবার। শুধু একটাই অনুরোধ আপনি ঘরে থাকুন। ঢাকার মধ্যে কেউ খাবারের কষ্ট থাকলে আমাকে জানাতে ভুলবেন না,৩/৪ দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করে আমি পৌঁছে যাবো আপনার দরজায়। তিনি নামাজ ও খাবার সময় বাদে সকাল ১১ঃ৩০-সন্ধ্যা ৭ঃ৩০ মিনিট পর্যন্ত যোগাযোগের অনুরোধ করেন।
শেষে বলেন- প্রয়োজনে পরিচয় গোপন থাকবে, খাবার পৌঁছে যাবে আপনার দরজায় এবং ক্যাপ্টেন তামিম ইকবাল খান কে ধন্যবাদ জানান এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়ানোর জন্য।
সংবাদটি শেয়ার করুন