আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ক্যাম্পাস টুডে ডেস্ক
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৭২ ঘন্টায় বজ্রসহ আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।
এদিন আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।