ক্রীড়া প্রতিবেদক
লিভারপুলের সাম্প্রতিক সাফল্যে ক্লাবটির বর্তমান অধিনায়ক জর্ডান হেন্ডারসনের মনে হচ্ছে, বয়সটা পাঁচ বছর কমে গেছে। তাই আরও সাত মৌসুম লিভারপুলে খেলতে চান তিনি। গত কিছু মৌসুমে দারুণ সাফল্য পেয়েছে লিভারপুল। প্রথমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে। লিগে শেষ করে দুইয়ে। পরে চ্যাম্পিয়নস লিগ জিতেছে। দীর্ঘ দিন পরে ঘরে তুলেছে লিগ শিরোপা। ক্লাব বিশ্বকাপও তারা ঘরে তুলেছে।
লিভারপুল কোচ জার্গেন ক্লপের ইঞ্জিন রুমের অন্যতম শক্তির যোগান দেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার হেন্ডারসন। দলের অধিনায়কও তিনি। লিভারপুলের সাফল্যের তাই অন্যতম দাবিদার তিনিও। হেন্ডারসন মনে করছেন, জার্গেন ক্লপের অধীনে এবং তার নেতৃত্বে আরও অনেক সাফল্য পাবে লিভারপুল।
অল রেডস তারকা বলেছেন, ‘আমার বয়স সবে ৩০ হলো। তবে শারীরিক ফিটনেসের কথা ভাবলে আমার মনে হয় বয়স এখনও ২৫। আমি তাই ক্যারিয়ারে এখনও ভালো অবস্থানে আছি এবং বয়সও ঠিকই আছে। আমার খেলা নিয়ে তাই কোন প্রশ্ন ওঠেনি। আমি যতদিন সম্ভব খেলে যেতে চাই। আশা করছি সামনের ছয় থেকে সাত মৌসুম লিভারপুলের হয়ে খেলে যেতে পারবো।’
লিভারপুল অধিনায়ক জানান, ‘তিনি খুব নিয়ন্ত্রিত জীবন যাপন করেন। ঠিক মতো খাওয়া, ঘুম এগুলো মেনে চলেন। তার তাই বিশেষ কোন সংকট নেই। তবে গত মৌসুমের শেষ দিকে হাঁটুর ইনজুরি পেয়েছিলেন। সেটা নিয়ে ভুগছেন। তবে তিনি লিভারপুল এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখনও লম্বা সময় সার্ভিস দিতে পারবেন বলে মনে করছেন।’