বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:২০ অপরাহ্ন

আর্জেন্টিনার জয়ে বশেমুরবিপ্রবিতে শোভাযাত্রা

  • আপডেট টাইম সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১০.৫৬ পিএম

 বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ কাতার বিশ্বকাপের ২২তম আসরে বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। এতে আনন্দ শোভাযাত্রা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আর্জেন্টিনা সমর্থকেরা।
সোমবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন ফ্যান ক্লাবের উদ্যোগে এই শোভাযাত্রা বের করা হয়।

এ সময় তারা ক্যাম্পাসের নিউমার্কেট এলাকা থেকে আনন্দ র‌্যালি করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালিতে শিক্ষক সমিতির সভাপতি ড. কামরুজ্জামান, বাংলা বিভাগের চেয়ারম্যান জাকিয়া সুলতানা মুক্তা, বিজিই বিভাগের শিক্ষক ইমদাদুল হক সোহাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময়ে তারা বাঁশির তালে তালে আর্জেন্টিনার সমর্থনে নানা রকমের স্লোগান দিয়ে প্রিয় দলের জয়ে আনন্দ প্রকাশ করে।

আরও পডুনঃ আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অতিরিক্ত টাইম ও পরে টাইব্রেকারে গড়ানো নাটকীয়তার খেলায় ৪-২ গোলে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে আর্জেন্টিনা। দীর্ঘ প্রতীক্ষার জয়ে আনন্দে আত্মহারা ফুটবলপ্রেমীরা।

সমর্থকরা বলেন, ‘আর্জেন্টিনার প্রতি অনেক ভালোবাসা। ৩৬ বছর পর ফের তারা শিরোপা অর্জন করেছে। দলের প্রত্যেকেই মনপ্রাণ দিয়ে চেষ্টা করেছে এবং সফল হয়েছে। আর্জেন্টিনার জয়ে আমরা খুবই আনন্দিত।’

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today