বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন

আল্লাহ নুরকে রক্ষা করো, তাকে আরো শক্তিশালী করে দাও: আসিফ নজরুল

  • আপডেট টাইম বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ১২.৩৮ এএম
নুরের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র তাকে দুর্বল করতে পারবে না

ক্যাম্পাস টুডে ডেস্ক


নুরুল হক নুরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড, আসিফ নজরুল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

দ্য ক্যাম্পাস টুডে পাঠকদের জন্য আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো…

‘‘অন্যায়, অবিচার আর জুলুমের বিরুদ্ধে বারবার রুখে দাড়ায় সে। বারবার মার খায়, রক্তাক্ত হয়, জেলে যায়। একদিন সে বলেছিল এতো মার খেয়েছে যে বিছানায় এককাতে বেশীক্ষণ শুয়ে থাকতে পারেনা আজো।

তার কাছে সব প্রলোভন ছিল। সব সে প্রত্যাখ্যান করেছে অসীম সততায় আর সাহসে। তার স্ত্রী আছে, আছে সন্তান। সব স্নেহজাল সে তুচ্ছ করেছে দেশের মায়ায়।

বারবার তবু তার বিরুদ্ধে অপপ্রচার হয়, হয় হয়রানির মামলা। ভদ্র নম্র চেহারার মানুষজন সামান্যলোভে তার ‍বিরুদ্ধে মিডিয়ায় চালায় কুৎসিত মিথ্যাচার। ক্ষমতার দম্ভে থাকা অমানুষরা তার হাড্ডি মাংস খুলে খুলে খেতে চায়।

চারপাশে হায়েনা, শুকর আর শকুনের মাঝে তবু অবিচল সে। আল্লাহ্ তোমার কাছে দোয়া করি, আমাদের নুর-কে সঠিক পথে রাখো, তাকে রক্ষা করো, তাকে আরো শক্তিশালী করে দাও। আল্লাহ, আমার দোয়া কবুল করো।’’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। একই মামলায় এর আগে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today