খেলাধুলা টুডেঃ- দেশী ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার মিশনে নেমেছে বেশ কয়েকটি বাংলাদেশের ক্লাব।বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাব অন্যতম।শেখ রাসেল ক্রীড়া চক্রও এবার তাদের সঙ্গে যোগ দিলেন । তারা দলে ভেড়ালেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার ক্রিস হার্ড।যা দেশের লিগকে জমজমাট করবে।ক্রিস হার্ড প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় খেলতেন ।নিয়মিত সুযোগ না পেলেও তিনি খেলেছেন ৩৬টি ম্যাচ। ডিফেন্ডার হলেও ক্লাবের হয়ে একটি গোল করেছেন।তিনি ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক অ্যাশলে ইয়ংয়ের সাবেক সতীর্থ।
ফর্ম হারানোর পরই প্রিমিয়ার লিগ ছেড়ে যোগ দেন থাইল্যান্ডের ক্লাব বুরিরাম ইউনাইটেডে। হার্ড খেলেছেন ভারতের চেন্নাইয়িন এফসিতে। ক্লাব কর্তৃপক্ষ এ মাসের ২৫ তারিখ হার্ড ঢাকায় আসবেন বলে নিশ্চিত করেছে।
সংবাদটি শেয়ার করুন