‘ইউজিসি’ অর্থ কমিটির সদস্য হলেন ইবি ভিসি

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

ইবি প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থ কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

গত ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তি বলা হয়, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউজিসি’র ১৫৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীকে আগামী দুই বছরের জন্য কমিশনের অর্থ কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ অক্টোর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খন্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet