শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন

‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’এর শিক্ষাকার্যক্রম উদ্বোধন কাল

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১২.২৬ এএম
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া

ক্যাম্পাস টুডে ডেস্ক


ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া যাত্রা করবে আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি)। বিশ্ববিদ্যালয়টির শিক্ষাকার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এমপি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

২০১৯ সালের মার্চ মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠার অনুমোদন দেয় সরকার। বতর্মানে বিশ্ববিদ্যালয়টির অনুমোদিত প্রোগ্রাম রয়েছে ৪টি। বিএ ইন ইংলিশ, বিবিএস ইন সোশিওলোজি, বিবিএ ও এমবিএ।

শিল্প-সাহিত্য ও সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে জেলাবাসী। জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today