শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:১৮ পূর্বাহ্ন

ইউনিয়ন চেয়ারম্যানের কাছে ত্রাণ চাওয়ায় এক যুবকে আটকে রেখে মারধরের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৬.২৩ পিএম

সারাদেশ টুডেঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১০ নম্বর  ইউনিয়ন চেয়ারম্যানের কাছে ত্রাণ চাওয়ায় এক যুবককে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে।

আজ শনিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে।

ওই  যুবক এলাহী বলেন , তিনি নিজ উদ্যোগে এলাকার ১০০ জনকে ত্রাণ দিয়েছেন। কিন্তু আরও লোক থাকায় ৭০ জনের একটি তালিকা নিয়ে ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম খাঁনের কাছে যান এবং ত্রাণ সহায়তা চান। এসময় চেয়ার‍ম্যানের লোকজন তাকে আটকে রেখে মারধর করে। এসময় তিনি পিপিই পরিহিত ছিলেন।

অন্যদিকে অভিযুক্ত চেয়ারম্যানের দাবি, এখনও ত্রাণ দেয়া শুরু হয়নি। আর যে বরাদ্দ দেয়া হবে, তাতে একই স্থানে এতলোককে দেয়া সম্ভব না। তার বিরুদ্ধে উদ্দেশ্যমুলকভাবে এমন ষড়যন্ত্র করেছে এলাহী।


তথ্যসূত্রঃchanel24bd.tv

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today