ইবির ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

ইবি টুডেঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ‘ইমপ্লিমেন্টিং ক্রিটিক্যাল থিংকিং ইন দ্যা টারশিয়ারী লেভেল ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাসরুম’স ইন বাংলাদেশ’ ও ‘এ্যাপলিকেশন অব টেকনোলজি ইন ইএফএল ক্লাসরুম’স: এ্যান ওভারভিউ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের ২০১ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিানারে ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. সালমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ। এছাড়াও পিএইচডি গবেষণার তত্বাবধায়ক প্রফেসর ড. মেহের আলী, প্রধান আলোচক প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ ও সেমিনার সঞ্চালক হিসেবে বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী উপস্থিত ছিলেন।

এসময় ‘ইমপ্লিমেন্টিং ক্রিটিক্যাল থিংকিং ইন দ্যা টারশিয়ারী লেভেল ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাসরুম’স ইন বাংলাদেশ’ ও ‘এ্যাপলিকেশন অব টেকনোলজি ইন ইএফএল ক্লাসরুম’স: এ্যান ওভারভিউ’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ ও অনুষদ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।

পিএইচ.ডি গবেষক মারিয়াম জামিলার ‘দ্যা রুল অব ডিজিটাল টেকনোলজি ইন প্রোমোটিং ক্রিটিক্যাল থিংকিং এ্যাট দ্যা টারশিয়ারী লেভেল এডুকেশন ইন বাংলাদেশ’ বিষয়ে গবেষণা করছেন। ‘ইমপ্লিমেন্টিং ক্রিটিক্যাল থিংকিং ইন দ্যা টারশিয়ারী লেভেল ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাসরুম’স ইন বাংলাদেশ’ এটি প্রথম ও ‘এ্যাপলিকেশন অব টেকনোলজি ইন ইএফএল ক্লাসরুম’স: এ্যান ওভারভিউ’ তার ২য় পিএইচ.ডি সেমিনার।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds