শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:০৩ অপরাহ্ন

ইবির চতুর্থ মেধাতালিকা প্রকাশ সোমবার রাতে

  • আপডেট টাইম সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ৫.৩৩ পিএম
ঐতিহ্য ও গৌরবের ইসলামী বিশ্ববিদ্যালয়
ছবিঃইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের চতুর্থ মেধাতালিকা আজ সোমবার রাত ১২টার পরে প্রকাশিত হবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। এ মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

জানা যায়, সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে কোন যৌক্তিক কারণে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে না পারলে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ থাকবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষেও তিন ইউনিটে মোট ২ হাজার ৯৫টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৮২৫ জন। ফলে এখনো বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২৭০ আসন খালি রয়েছে। যা মোট আসনের ৬১ শতাংশ।ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd.com) থেকে জানা যাবে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today