ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-রেজিস্ট্রার ড. আমানুর আমান।
বুধবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ড. আমান বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) যোগদান করবো। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করবো। এছাড়া যুগের সাথে তাল মিলিয়ে দফতরটিকে আধুনিক করার চেষ্টা করবো।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩ নভেম্বর থেকে দফতরটির উপ-পরিচালক মো. আতাউল হক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।