বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন

ইবির শিক্ষক ড. তপন রায়ের প্রথম কাব্যগ্রন্থ ‘শিহরণের শব্দ’ প্রকাশিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ১০.৫৯ পিএম
ইবির শিক্ষক ড. তপন রায়ের প্রথম কাব্যগ্রন্থ 'শিহরণের শব্দ' প্রকাশিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের প্রথম কাবগ্রন্থ ‘শিহরণের শব্দ’ প্রকাশিত হয়েছে। গতিধারা প্রকাশনা থেকে বইটি প্রকাশ করা হয়েছে। বইটি লেখক তার সহধর্মিণী স্বাগতা রায়কে উৎসর্গ করেছেন। বইটির মূল্য ১৬০ টাকা।

কাব্যগ্রন্থটিতে কবি সুখ-দুঃখ, আশা,আকাঙ্ক্ষা , ভালোবাসা, প্রত্যাশা, হতাশা, স্বপ্ন, সাধ ইত্যাকার কথা বপন করেছেন। দৃশ্যমান জগৎ ও জীবনকে কবিতা নতুন করে দেখতে শেখায় কিংবা চিনতে। কিন্তু কবি তাঁর এ কাব্যগ্রন্থে কেবলমাত্র শব্দবাক্য নির্মাণ করেই থেমে যাননি, ব্যক্তি-সমাজ ও রাষ্ট্রজীবনের অসঙ্গতি, জিজ্ঞাসা, জীবনের নানা অভিজ্ঞতা , ভাব-ভাবনা সমকাল সমাজ প্রকৃতি প্রতিবেশ কবিতায় মূর্ত হয়েছে ।

এ বিষয়ে বইটির লেখক ড. তপন কুমার রায় বলেন, ‘এই কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতা আমার মনে শিহরণ জাগায়। পাঠকরা বইটি পড়ে অনুধাবন করলে নিশ্চয়ই শিহরিত হবে। আশা করি কাব্যগ্রন্থটি পাঠকরা পড়বে এবং পাঠক সমাজে জনপ্রিয়তা অর্জন করবে। এছাড়া আগামী একুশে বই মেলায় আমার আরও একটি বই বের হওয়ার কথা রয়েছে।’

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ বাংলা সাহিত্য অনুধ্যান ( ২০১৭ ) । বাংলা সাহিত্য : অনুভবে- অনুধাবনে ( ২০২১ ) তাঁর দ্বিতীয় প্রকাশিত প্রবন্ধগ্রন্থ। শিহরণের শব্দ তাঁর প্রথম কাব্যগ্রন্থ । এছাড়া তিনি ড . রায় শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক লিটল ম্যাগাজিন শিল্পতীর্থ এর সম্পাদক।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today