ইবির ‘শেখ হাসিনা হল’ ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

ইবি টুডেঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরতত্ন শেখ হাসিনা হল ডিবেটিং সোসাইটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ইংরেজী বিভাগের শিক্ষার্থী জান্নাতুল তাজরী রীতুকে সভাপতি ও জান্নাতুল ফেরদৌস নীলাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার হল প্রোভোস্ট প্রফেসর ড. সেলিনা নাসরীন কমিটির অনুমোদন দেয়।

জানা যায়, গত শুক্রবার হলের টেলিভিশন কক্ষে শেখ হাসিনা হল ডিবেটিং সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিবেটিং সোসাইটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের জন্য কমিটি গঠন করা হয়। পরে শনিবার হল প্রোভোস্ট অধ্যাপক ড. শেলিনা নাসরীন এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আইন বিভাগের শিক্ষার্থী মুনমুন সুলতানা অন্তরা ও সাংগঠনিক সম্পাদক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাফিয়া হক স্বর্ণা।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds