শনিবার, ১০ জুন ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন

ইবি চলচ্চিত্র সংসদের সভাপতি তৌফিক, সম্পাদক অন্তু

  • আপডেট টাইম রবিবার, ২৭ মার্চ, ২০২২, ১০.৪৭ পিএম

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) চলচ্চিত্র সংসদের (আইইউএফএস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে আইন বিভাগের এলএলএম ২০১৯-২০ শিক্ষাবর্ষের তৌফিক আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তাজনুর আহম্মেদ অন্তু। রবিবার (২৭ মার্চ) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুনতাসির মামুন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সজীব সিংহ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এছাড়া ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাতুল গোস্বামী সাংগঠনিক সম্পাদক, আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিহাব উদ্দিন অর্থ-আর্কাইভ ও দপ্তর সম্পাদক, ফোকলোর বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইয়াসমিন জাহান মীম প্রচার-প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, ষাটের দশকে দানা বাঁধা চলচ্চিত্র সংসদ আন্দোলনকে বুকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির তাগিদে কয়েকজন প্রত্যয়ী তরুণের হাতে ২০১০ সালের ৪ এপ্রিল ‘ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’ আত্নপ্রকাশ ঘটে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today