শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:৫১ অপরাহ্ন

ইবি দিবস: ৪৪ বছরের অগ্রগতি নিয়ে ‘মিট দ্য প্রেস’

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ১০.২২ পিএম

আর এম রিফাত, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিষ্ঠার ৪৪ বছরের অগ্রগতি শীর্ষক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। এদিন ইবি পরিবার বিশ্ববিদ্যালয় দিবস নানা আয়োজনে পালন করে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় প্রশাসন ভবনের তৃতীয় তলার সভা-কক্ষে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সকল অফিস প্রধানদের মধ্যে এ মিট দ্য প্রেস-এর আয়োজন করে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস।

বিশ্ববিদ্যালয়ের ৪৪তম দিবস উদযাপন কমিটির আহবায়ক পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর রহমানের সঞ্চালনায় মিট দ্য প্রেসে প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রেস প্রশাসক ড. সাজ্জাদ হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নওয়াব আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকদের উত্থাপিত বিশ্ববিদ্যালয়ে বিরাজমান সমস্যাগুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today