সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:৪০ পূর্বাহ্ন

ইবি প্রেসক্লাবের সভাপতি হুরাইরা-সম্পাদক পাপ্পু

  • আপডেট টাইম সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৫.২০ পিএম
ইবি প্রেসক্লাবের সভাপতি হুরাইরা-সম্পাদক পাপ্পু
ইবি প্রেসক্লাবের সভাপতি হুরাইরা-সম্পাদক পাপ্পু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু হুরাইরা সভাপতি এবং সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ পাপ্পু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত প্রেস কর্নারে সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে ফল ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

আরও পড়ুনঃ গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোন বিশ্ববিদ্যালয়ে কত আবেদন, মেরিট লিস্ট কবে

এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা, শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি রুমি নোমান (জাগো নিউজ), আহসান নাঈম ( একুশে টেলিভিশন), যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আলম রায়হান (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ (কালের কন্ঠ), কোষাধ্যক্ষ আদিল সরকার (সময়ের আলো), প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান ( বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাহারুল ইসলাম (জনকন্ঠ) ও কার্যনির্বাহি সদস্যরা হলেন, সরকার মাসুম (যুগান্তর), তারিকুল ইসলাম ( বাংলা নিউজ ২৪), নুর আলম (একাত্তর পোস্ট), আবির হোসেন (ক্যাম্পাসলাইভ ২৪), নাজমুল হোসাইন ( বাংলা ট্রিবিউন)।

 

আরও পড়ুনঃ  এইচএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি, শুরুতেই বেতন ১ লাখ

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশানের দায়িত্ব পালন করেন ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ.কে আজাদ লাভলু। এছাড়াও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের শাখা কর্মকর্তা কানন আজিজ।

নির্বাচন পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলিনা নাসরিন, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এবং ইবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today