শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১২:২২ পূর্বাহ্ন

ইবি শিক্ষার্থীদের উপর হামলা, মাইকে ঘোষণা স্থানীয়দের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১১.৫৩ পিএম

ইবি প্রতিনিধি: বাসের হাফ পাসকে কেন্দ্র করে সুপারভাইজারের সাথে এক শিক্ষার্থীর কথা কাটাকাটিকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ও ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখ পাড়ার স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া এলাকায় স্থানীয়রা লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারধর ও ধাওয়া করে। এরপর স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এরপর সেখান থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে চলে আসেন। এরপর ক্যাম্পাসের জিয়া মোড় থেকে শুরু করে লালন শাহ হল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন। এসময় ছাত্রলীগ নেতা বিপুল হোসেন খান ও শাহজালাল সোহাগ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today