ইবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ (বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল শেষে জিয়া হল সংলগ্ন মসজিদের পাশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইবি ছাত্রদলের সদস্য সচিব পদ প্রত্যাশি মোঃ আনোয়ার পারভেজ বলেন ” এ ধরনের কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়ে সন্ত্রাসী সংগঠন এর পরিচয় প্রকাশ করে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আসন্ন কমিটির পদ প্রত্যাশি শহীদুল ইসলাম, সাব্বির হোসেন, রোকুন্নুজ্জামান অর্কো, উসমান, সৌরভ, স্বাক্ষর,মিঠুন সহ প্রমুখ।
তবে এক কমিটিতে ১১ বছর পার করা সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে এ বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা যায়নি।