ইয়াবা বিক্রির সময় প্রধান শিক্ষক আটক

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

ক্যাম্পাস টুডে ডেস্ক


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী সবুজকে ৫২ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত ইয়াকুব আলী শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বর্তমানে ওই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বরত আছেন।

২১ ফেব্রুয়ারি শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা গেছে, গত দুই বছর আগেও জামালপুরের বকসীগঞ্জে মাদকসহ আটক হয়েছিল ইয়াকুব আলী। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আটককৃত ইয়াকুব আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শালমারা বাজারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির সময় ইয়াকুব আলীকে হাতেনাতে আটক করে পুলিশ। আটকের পর তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃত ইয়াকুব আলী শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং বর্তমানে ওই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত আছে।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet