ঢাকা টুডেঃ এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করার ই-কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল আমিন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়াও ই-কমার্স প্রতিষ্ঠান নিরাপদ শপের পরিচালকসহ দুজনকে গ্রেফতার করেছে সিআইডি।
আজ (৩ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান।
মো. আজাদ রহমান বলেন , রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা ১২টায় সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস দীর্ঘদিন ধরে গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না। বিভিন্ন উপায়ে এসপিসির মাধ্যমে আয় করা টাকাগুলো তাদের ওয়ালেটে জমা রয়েছে। কিন্তু তারা কোনোভাবেই এ টাকা ক্যাশআউট করতে পারছেন না। নিজেদের ই-কমার্স প্রতিষ্ঠান দাবি করলেও এসপিসি মূলত একটি এমএলএম প্রতিষ্ঠান।
আরও পড়ুন :৩ মাসে ২১৩ কোটি হাতিয়েছে রিং আইডি, পরিচালক গ্রেফতার
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল আমিন প্রধান ডেসটিনি ২০০০ লিমিটেডের টিম লিডার ও প্রশিক্ষক ছিলেন।
সিআইডি সূত্রে জানা গেছে, এসপিসি অনুমোদনহীন এমএলএম ব্যবসা পরিচালনা করে এই টাকা আত্মসাৎ করেছে।