পাবিপ্রবি প্রতিনিধিঃ ঈদ এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী শনিবার (২১ মে) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে।
মঙ্গলবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক ও স্কলারশীপ শাখার ডেপুটি রেজিস্ট্রার আবদুল মজিদ দ্য ক্যাম্পাস টুডেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত এপ্রিলের ১১ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং অফিস বন্ধের বিজ্ঞপ্তিতে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত জুমাতুল বিদা, শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। ৫ মে বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি এবং ৬ মে শুক্রবার থাকাতে ৭ মে থেকে ১৮ মে পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বারো (১২) দিনের এবং ৭মে থকে ১১ মে পর্যন্ত কর্মকর্তা- কর্মচারীদের জন্য পাঁচ দিন (৫) গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৯ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও সেদিন বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি এবং ২০ মে শুক্রবার হওয়াতে শনিবার (২১ মে) থেকে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় খোলা হবে। এক্ষেত্রে বিভাগগুলো তাদের সিদ্ধান্ত মতো শিক্ষার্থীদের ক্লাস এবং পরীক্ষা নেওয়া শুরু করবেন।
উল্লেখ্য, শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও গত শনিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা হয়েছে।