বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:১৭ অপরাহ্ন

উপাচার্যের বাসভবনে হামলা: ১৬ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ৩.১৪ পিএম
উপাচার্যের বাসভবনে হামলা

ক্যাম্পাস টুডে ডেস্ক


কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানোসহ দায়ের করা ৪ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পিছিয়েছে।

এ নিয়ে ১৬ বারের মতো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো। এদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী আগামী ২৩ মার্চ প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।

১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার মামলাগুলোর প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিকে শাহবাগ থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তারা মামলার প্রতিবেদন দাখিল করেননি। সে কারণেই তারিখ পিছিয়ে দিয়েছেন আদালত।

কোটা সংস্কার আন্দোলনের সময় ২০১৮ সালের ৮ এপ্রিল রাত ১টার দিকে মুখোশধারী একদল দুর্বৃত্ত ভিসির বাসভবনের মূল গেট ভেঙে ফেলে ও দেয়ালের তারকাঁটা ছিড়ে বাসায় ঢোকে। তারা বাসভবনের আশপাশে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

পরে ২০১৮ সালের ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শাহবাগ থানায় একটি মামলা করেন। অপর তিনটি মামলা দায়ের করে পুলিশ। তবে কোনো মামলাতে আসামির নাম উল্লেখ করা হয়নি।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today