শিখনফল/বিষয়বস্তুঃ ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণসহ বর্ণনা করতে পারবে।
ম্যাটিক্স এর সমতা, যোগ, বিয়ােগ ও গুণ করতে পারবে। নির্ণায়কের মান নির্ণয় করতে পারবে। নির্ণয়কের অনুরাশি ও সহগুণক ব্যাখ্যা করতে পারবে। ০ বর্গ ম্যট্রিক্সের বিপরীত ম্যট্রিক্স ব্যাখ্যা করতে পারবে এবং প্রযােজ্য ক্ষেত্রে তা নির্ণয় করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক) তিনটি সমীকরণ গঠন করে AX = B আকারে প্রকাশ কর।
খ) ম্যাট্রিক্সকে A ধরে উহা অভেদঘাতি ম্যাট্রিক্স কিনা যাচাই।
গ) Adj (A) নির্ণয় কর।
ঘ) A + 3A = 21, + 11Y হলে , Y নির্ণয় কর।
ঙ) সমীকরণগুলি সমাধান করে কলেজের মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সংখ্যা নির্ণয় কর।