এক পরিবারে ৪জনকে গলা কেটে হত্যা করলো দূর্বৃত্তরা

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,

সারাদেশ টুডেঃ গাজীপুরের শ্রীপুরে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়ি থেকে মা, দুই মেয়ে ও প্রতিবন্ধী ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে ।

খবর পেয়ে বিকেলে শ্রীপুরের যান পুলিশ সুপার শামসুন্নাহার। তার ধারণা হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। তবে নৃশংসতার কারণ এখনও জানা যায়নি।

ময়মনসিংহের পাগলা থানার গোলবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজল মিয়া। বাড়ি করেছিলেন, গাজীপুরের শ্রীপুর। সেখানে থাকেন তার স্ত্রী, দুই মেয়ে ও প্রতিবন্ধী এক ছেলে।পাশেই থাকেন তার ভাই আরিফুল ইসলাম। কিন্তু বুধবার থেকে কাজলের মিয়ার বাড়িতে বারবার তিনি ফোন দিলেও কেউ ধরেনি। তাই বৃহস্পতিবার নিজেই যান খবর নিতে। দুই তলা বাড়িটির একটি রুমে দেখতে পান ভাইয়ের স্ত্রী আর ভাতিজা-ভাতিজিদের মরদেহ।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার জানান, হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet