জিটিসি টুডে
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ। শনিবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতাকর্মীরা।
তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃরিপন মিয়া বলেন, আজ মহান ৭ই মার্চ। ১৯৭১ সালের ০৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছিলেন। এর পর থেকে বাঙ্গালি জাতি আর পিছে ফিরে তাকায়নি। ছিনিয়ে এনেছে তাদের অধীকার। স্বধীন করেছে একটি দেশ-জাতিকে। ফিরে পেয়েছে তাদের হারান অধিকার। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন।
তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হক জুয়েল মোড়ল বলেন, প্রকৃতপক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া বঙ্গবন্ধুর এ ভাষণই ছিল বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। এরপরই মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বঙ্গবন্ধুর এদিনের স্বাধীনতার ডাকে জেগে উঠেছিল ২৩ বছরের শোষণ আর নিপীড়নে পিষ্ট এ দেশের মুক্তিপাগল জনতা। পেয়েছিল স্বাধীনতা যুদ্ধের দিকনির্দেশনা। বাঙালি নিয়েছিল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি।