‘ওজন বেড়েছে, খাওয়া-দাওয়া বন্ধ করো’

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

খেলাধুলা টুডে


প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-এর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে বলেছেন, ‘তোমার ওজন তো বেড়ে গেছে! খাওয়া-দাওয়া বন্ধ করো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একজন বড় ক্রিকেটভক্ত, তা তিনি কাজের মাধ্যমে বেশ আগেই বুঝিয়ে দিয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) বিশ্বসেরা সাকিব আল হাসানও বহুবার সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এদিন সাকিবের পরিবারের জন্য নিজ হাতে রান্না করে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিব পত্নী উম্মে আহমেদ শিশিরের জন্য পাঠানো সুস্বাদু খাবারে প্রধানমন্ত্রীর তরফ থেকে ‘নিষেধাজ্ঞা’ আছে সাকিবের জন্য! তবে সেটি সরাসরি নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একজন বড় ক্রিকেটভক্ত, তা তিনি কাজের মাধ্যমে বেশ আগেই বুঝিয়ে দিয়েছেন। বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের প্রতি তার সখ্যতা সবসময়ই আলোচিত। তিনি নিয়মিত ক্রিকেটের খোঁজ খবর রাখেন। সময় পেলে খেলা দেখতে চলে যান স্টেডিয়ামে। ক্রিকেটারদেরও খুব স্নেহ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds