শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন

কচ্ছপের চেয়ে ধীর গতিতে চলছে বশেমুরবিপ্রবির ওয়েবসাইট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৫.৩৮ পিএম
বাংলাদেশের ১৫৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরবিপ্রবি প্রথম!

ক্যাম্পাস  টুডে ডেস্ক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুর্বল ওয়েবসাইট শিক্ষার্থীদের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ওয়েবসাইটে ঢুকতে প্রচুর সময় লাগায় দ্রুত কোনো তথ্যের প্রয়োজন হলে শিক্ষার্থীরা হচ্ছে ভোগান্তির শিকার৷

ওয়েবসাইটে ঢুকতে নিচ্ছে অনেক সময়৷ মাঝে মাঝে শুধু কালো পর্দাই আসে মূল ওয়েবসাইট আসে না৷ এই সমস্যা চলছে গত কয়েক মাস ধরে৷ হয়নি এখনও কোনো সমাধান৷

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকতে গেলে কখনো কখনো ১০ মিনিট পার হয়ে যায়। ফলে, প্রয়োজনের সময় ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ বা আপডেট পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিদিন। এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।

এব্যাপারে জানতে চাইলে সিস্টেম এনালিস্ট বি এম আরিফুল ইসলাম বলেন, “আমাদের ওয়েবসাইটের বেসটা ডিজাইন করেছিল তখনকার সময়ের যে সহকারী প্রোগ্রামার তাকে তৎকালীন ভিসি নাসির স্যার দায়িত্ব দিয়ে করিয়েছিলেন৷ ঐভাবেই ঐকোডিংটাই আছে৷ ঐকোডিংটা আর পাল্টানো হয়নি৷”

নতুন ওয়েবসাইট করার ব্যাপারে তিনি জানান, “নতুন একটা কমিটি করে দেয়া হয়েছে ইন্টারনেট ব্যবস্থাপনা কমিটি৷ এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন স্যার উনিও আছেন৷ আমরা শীঘ্রই ওয়েবসাইট পাল্টানোর ব্যাপারে কাজ করবো৷ সব কিছুর একটা প্রসেস আছে চলছে৷ এটা থাকবে না শীঘ্রই৷ নতুন ওয়েবসাইটের কাজ চলছে৷ আমাদের ডাটাবেজ কনভার্টের কাজ চলছে৷ আশাকরি তারাতারি সমস্যার সমাধান হয়ে যাবে৷”

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today