করোনাকাল:মাশরাফির শারীরিক অবস্থার অবনতি

ডেস্ক রিপোর্ট:  নোভেল করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা’র হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়েছে বলে জানা গেছে।

মাশরাফি বর্তমানে নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। তার দুই বন্ধু সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মাশরাফি নিজেই সামাজিকে যোগাযোগমাধ্যমে তার করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য , গত ১৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে তার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের শরীরে করোনা শনাক্ত হয়।

Scroll to Top