ক্যাম্পাস টুডে ডেস্ক
ছবিতে সাদা পিপিই পরিধান করা ব্যক্তি নারায়নগঞ্জ সদরের প্রশিক্ষনার্থী মেডিকেল এসিস্ট্যান্ট সেলিম আকন্দ। জীবন কেবল শুরু হয়েছিল। কি সরল, গর্বিত অভিব্যক্তি চোখেমুখে!
নারায়নগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ডিউটি ছিলো। দেশে করোনা যুদ্ধের অন্যতম অগ্রসৈনিক ডাক্তারদের মধ্যে প্রথম শহীদ তিনি।
সম্প্রতি জেলা-উপজেলার সরকারি হাসপাতালে সব চেয়ে বড় শক্তি এই মেডিকেল এসিস্ট্যানটরা। একেবারে যাকে বলে ডান হাত। সম্মানের সঙ্গে বেঁচে থাকুক সকলের হৃদয়ে।
এদিকে একদিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন আক্রান্তের দিক দিয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ। একদিনে নতুন ১১২ জন করোনায় শনাক্ত হয়েছেন। যা এখন পর্যন্ত বাংলাদেশে একদিনে আক্রান্ত হওয়া সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি।
এ নিয়ে মোট আক্রান্ত ৩৩০ জন। নতুন করে আরো ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১ জনের।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের কর্তৃপক্ষ ৮ই মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায়। বাংলাদেশে গত ১৮ই মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।