করোনাকাল: রাস্তায় পড়ে থাকা দুধ খাচ্ছে মানুষ ও কুকুর

আন্তর্জাতিক টুডে


রাস্তার মাঝে গড়াগড়ি খাচ্ছে  দুধ। আর সেই দুধ পান করতে এক সঙ্গে জড়ো হয়েছে মানুষ ও কুকুর। ঘটনাটি ভারতের, এমন দৃশ্য  সামাজিক  যোগাযোগমাধ্যমে রীতিমতো  ভাইরাল, নাোটিজেনরা করেছেন কঠোর সমালোচনা করেছেন।

ভিডিওতে দেখা যায়, লকডাউনে জনশূন্য  রাস্তায় পড়ে থাকা দুধ পান করছে কয়েকটি কুকুর।

হঠাৎই তাদের সঙ্গে যোগ দেয় এক ব্যক্তি। চেহারায় স্পষ্ট দারিদ্র্যের ছাপ। একটা ছোট্ট হাঁড়িতে রাস্তা থেকেই আঁচিয়ে তুলে নিতে শুরু করলেন দুধ। একটু দূরে তখনো দুধ খেয়ে চলেছে কুকুরগুলো।

ঘটনাটি আগ্রার রামবাগ চৌরাহা এলাকার। স্থানীয়রা জানান  এদিন সকালে মোটরসাইকেলে বড় ক্যান বেঁধে দুধ নিয়ে যাওয়ার সময়ে রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন এক দুধ ব্যবসায়ী। সেই সময়েই দুধের ক্যান ফেটে তা রাস্তায় ছড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই ঘটে এমন ঘটনা।

গত সোমবার ভাইরাল হওয়া এই ছবি নেটিজেনদের নাড়া দেয়।নোটিজেনরা সমোলচনা করে বলেন,ভিডিওটি লকডাউনের সময়ে অসহায় মানুষের করুণ অবস্থার প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন অনেকে। আবার অনেকে লকডাউনের ঊর্ধ্বে ভারতের সামগ্রিক দারিদ্র্যের ছবিটি তুলে ধরছে এই ভিডিও তে এমন মত প্রকাশ করছেন অনেকে।

Scroll to Top