করোনাকাল: পুরো বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা

ক্যাম্পাস টুডে ডেস্কঃ চলছে করোনাকাল। স্থবির সারাবিশ্ব। করোনা ভাইরাসের কাছে অসহায় সারাবিশ্বের মানুষ। এরই মধ্যে বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮’র ক্ষমতাবলে সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।-খবর বিবিসি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়।

করোনা প্রতিরোধে জনসাধারণের নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাস্তবায়ন করার উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তর এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে জানানো হয়।

কেউ সন্ধ্যা ছটার পর থেকে সকাল ছয়টা পর্যন্ত কেউ বাইরে যেতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে গত সপ্তাহে জন প্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ছুটির মেয়াদ বাড়ানোর বিজ্ঞপ্তিতেও সন্ধ্যা ৬টার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

এছাড়াও, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও নির্দেশনাতে বলা হয়েছে।

আইইডিসিআরের তথ্যানুযায়ী ১৬ই এপ্রিল পর্যন্ত দেশের অন্তত ৪৫টি জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment