ক্যাম্পাস টুডে ডেস্ক
করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের কারণে ওইদিনের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে।
আজ রবিবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এর আগে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরবর্তীতে করোনা পরিস্থিতিতে ১০ ও ১১ তারিখ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ১১ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে সরকার।
এছাড়াও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। গত ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।