ক্যাম্পাস টুডে ডেস্ক
প্রাণঘাতী করোনা-ভাইরাসের কারণে ১৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে মূল অনুষ্ঠান হচ্ছে না।
করোনা-ভাইরাস পরিস্থিতি বিবেচনায় মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। -বিবিসি।
বিষয়টি নিশ্চিত করেছেন উদযাপন জাতীয় কমিটি’-র অধীন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
তিনি জানিয়েছেন, আগামী ১৭ই মার্চ ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে যে জনসমাগম কর্মসূচি নেয়া হয়েছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। পরে এব্যাপারে নতুন তারিখ ঘোষণা করা হবে।
জনসমাগম না করেই কীভাবে অনুষ্ঠান আয়োজন করা যায় তা নিয়ে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং সে অনুযায়ী বিদেশী অতিথিদের পুনরায় আমন্ত্রণ জানানো হবে বলে জানান ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
এদিকে তেজগাঁওয়ের পুরোনো বিমান বন্দর এলাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।