করোনার আক্রান্ত ইবির উপ-প্রকৌশলী আব্দুল মালেক

ক্যাম্পাস টুডে ডেস্ক : করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-প্রকৌশলী আব্দুল মালেক।

জানা যায়, কিছুদিন ধরে তার শরীরে জ্বর থাকায় তিনি করোনা টেস্ট করায়। গতকাল ১২ জুন করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে। লকডাউন করা হয়েছে তার বাড়ি। বর্তমানে তিনি বগুড়ায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আমিমুজ্জামান টুটুল বলেন,‘ সাতদিন ধরে জ্বর থাকাতেই করোনা টেস্ট করা হলে গতকাল পজেটিভ রিপোর্ট আসে। তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।’

করোনা আক্রান্ত আব্দুল মালেক বলেন, ‘গত ৬ তারিখ রাতে তার জ্বর আসে, সঙ্গে শরীর ব্যথা। বাসায় বসে প্যারাসিটামল এবং গরমপানি খাওয়াসহ চিকিৎসকের পরামর্শে ট্রিটমেন্ট নিই। এরপরেও সুস্থ না হলে গত ১১ জুন টিএমএসএস এ করোনা পরীক্ষার নমুনা দিয়ে আসি। গতকাল ১২ জুন রিপোর্টে করোনা পজিটিভ আসে। এখন শারীরিক অবস্থা কিছুটা ভালো বলে জানান তিনি।

আরও বলেন, তার ছেলের জ্বর আসছে বলে ছেলেরও নমুনা পরীক্ষা করতে দিয়েছেন আজ। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারসহ সবার কাছে দোয়া চেয়েছেন।’

Scroll to Top