বশেমুরবিপ্রবি টুডে
বিশ্বব্যাপী করোনা ভাইরাস জনিত উদ্ভুত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
আজ সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হবে। এছাড়া ১৮ মার্চ সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। হলসমূহ পূনরায় ৩১ মার্চ খুলে দেয়া হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এছাড়া শিক্ষার্থীদেরকেও ১৮ তারিখের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছি।