করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক টুডেঃ  করোনা ভাইরাস(কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্ত ৮০ লাখ ছাড়িয়েছে। এবং প্রাণহানি ৪ লাখ ৩৫ হাজার। এছাড়া সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ।

গত ২ সপ্তাহ ধরেই প্রতিদিন গড়ে ১ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে কোভিড-১৯ এ যার বেশিরভাগই আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ এশিয়ায়। এ কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সাড়ে ৩ লাখ আক্রান্ত নিয়ে ভারতের পরিস্থিতি ক্রমেই নাজুক হচ্ছে। এ নিয়ে বিশ্বের আক্রান্তের দিক বিবেচনায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় ভারত এবং এশিয়ার ভিতর প্রথম অবস্থানে।

এদিকে, ট্রাম্পের পক্ষ থেকে গেমচেঞ্জার আখ্যা পাওয়া ম্যালেরিয়ার ওষুধ ‘হাইড্রোক্সিক্লোরোকুইন’ ব্যবহারের অনুমোদন প্রত্যাহার করে নিয়েছে, যুক্তরাষ্ট্রের এফডিএ কর্তৃপক্ষ।

Scroll to Top