করোনায় আরও এক পুলিশ সদস্যর মৃত্যু, মোট মৃত্যুর সংখ্যা ৫

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি :

জাতীয় টুডেঃ করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে পুলিশের আরও এক এসআই মারা গেছেন। তার নাম সুলতানুল আরেফিন (৪৪)। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৫ সদস্য করোনায় মারা গেলেন।

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।

সুলতান আরেফিনের করোনাভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়।মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds