বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন

করোনায় কর্মহীনদের ‘মানবিক চরনীলক্ষি’র খাদ্য সামগ্রী উপহার

  • আপডেট টাইম শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ৭.৫৫ পিএম

এস.এম. আল – ফাহাদ


বৈশ্বিক দুর্যোগ মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় মানুষের মাঝে চরনীলক্ষি গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের স্বেচ্ছাস্বেবী সংগঠন ‘মানবিক চরনীলক্ষি’।

শুক্রবার চরনীলক্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্ধশত পরিবারের মাঝে এইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, চরনীলক্ষি গ্রামেরই সন্তান গোলাম মুস্তাফা, হাজী মোহাম্মদ মকবুল ইসলাম, ইঞ্জি. মোঃ জাহাঙ্গীর কবির মোল্লা,মোঃ মোস্তাফিজুর রহমান মোফাজ্জল (মেম্বার), ইঞ্জি. মোঃ রাশেদুল ইসলাম, মোঃ আঃ সালাম মোঃ রুহুল আমিন হাওলাদার, মোঃ রুবেল মাহমুদ,মোঃ খালেদুজ্জামান সুমন, মোঃ ইকতিয়ার সরকার, মোঃ নেয়ামুল, মোঃ আব্দুল্লাহ, হাদিউল ইসলাম, মোঃ মাহবুবসহ আরো অনেকের বদান্যতায় এসব খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়।

এবিষয়ে সাবেক একাউন্টিং জেনারেল মোঃ গোলাম মোস্তফা বলেন-‘মানবিক চরনীলক্ষি’ সবসময় অসহায় মানুষদের পক্ষে কাজ করে আসছে। করোনায় কর্মহীনদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধশতাধিক পরিবারকে চাল,ডাল,আলু,তেল ইত্যাদি উপহার সামগ্রী দিয়ে সহায়তা করা হয়।’

তিনি আরো বলেন- এসব ত্রাণ সহায়তা পরবর্তীতেও অব্যাহত থাকবে এবং অন্যরাও ‘মানবিক চরনীলক্ষি’র মত অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।’

স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোফাজ্জল বলেন-কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ চলমান আছে।জনসমাগম রোধে দোকানপাট লকডাউন থাকায় ব্যবসা-বাণিজ্য অনেকটাই স্থবির। তাই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার অর্থ সংকটে থাকলেও পারিবারিক ও সামাজিক মান সম্মানের বিষয়টি চিন্তা করে সাহায্য নিতে চায় না।আমরা ‘মানবিক চরনীলক্ষি’ তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন-‘এর আগে সংগঠন করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম হিসেবে সাবান ও লিফলেট বিতরণ করেছে। এভাবে বরাবরের মত সবসময় জনকল্যাণমূলক কাজে মানুষের পাশে থাকবে ‘মানবিক চরনীলক্ষি।’

খাদ্য সামগ্রী বিতরণের সময় ছিলেন, সনামানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইখতিয়ার সরকার,মো: সুমন,মো সালাম, ‘মানবিক চরনিলক্ষী’র সভাপতি হাদিউল ইসলাম সৈকত ও সাধারন সম্পাদক মাহবুব বাবু প্রমুখ।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today